শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুর ডিসির বিরুদ্ধে শাকিব-সমর্থকদের আন্দোলনের হুঁশিয়ারি

news-image

বিনোদন প্রতিবেদক : জামালপুরে মেলান্দহ উপজেলায় আশা সিনেমা হল ব্যতীত অন্য কোথাও কোনো হল নেই। এ কারণে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ‘গলুই’ চলচ্চিত্রের প্রদর্শনী চলছিল স্থানীয় শিল্পকলা একাডেমিতে।

কিন্তু সেখানে কোনো ‘বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না’ বলে ঘোষণা দিয়ে ‘গলুই’ প্রদর্শনীতে বাধা দেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান। এ নিয়ে আমাদের সময় অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ফেসবুকে শাকিব-সমর্থকদের বিভিন্ন গ্রুপে। শুরু হয় তীব্র প্রতিবাদ। সেখান থেকেই জেলা প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন শাকিব-সমর্থকরা।

মামুন আব্দুল্লাহ নামের একজন লিখেছেন, ‘এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে হবে। জামালপুরের জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। শত বছরের পুরোনো আইন দেখিয়ে গলুই মুভির প্রদর্শনী বন্ধ করে দিলো জামালপুরের ডিসি। এটা কি আইনের দোহাই নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে প্রিয় নায়কের জন্য মানববন্ধন করতে হবে।’

আহমেদ ফিরোজ লিখেছেন, ‘করোনাকালে দীর্ঘদিন বাংলা সিনেমার মন্দাভাব কাটিয়ে নতুন করে আলোর মুখ দেখছিলো ইন্ডাস্ট্রি! দর্শক দীর্ঘদিন পর সপরিবারে ঝাঁকে ঝাঁকে “গলুই” উপভোগ করছিল! একের পর এক হাউসফুল হচ্ছিল প্রতিটি শো! ঠিক সেই সময়ে এসে ডিসির পক্ষ থেকে নতুন তামাশা জারি করা হচ্ছে।’

মহিউদ্দিন নামের শাকিব-সমর্থক লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যার সমাধানটা অপনাকেই করতে হবে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সরোয়ার হোসেন লিখেছেন, ‘শিল্পী সমিতি, প্রযোজক সমিতি ও পরিচালক সমিতি তথা সিনেমা সংশ্লিষ্ট সব সংগঠন মিলে গলুই চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে বিএফডিসিতে “মানববন্ধন” করার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, এসএ হক অলিক পরিচালিত চলচ্চিত্রটি দেশের প্রায় ৩০টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর