শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও আছে : বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের ঈদ চিত্রনায়িকা শবনম বুবলীর জন্য অন্যরকম আনন্দের। কারণ এবারই প্রথম ছোট-বড় দুই পর্দা এবং অনলাইন প্ল্যাটফর্মে থাকছে তার উপস্থিতি। ঈদের দিন চরকিতে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’। আর দুই বছর পর বিরতির পর হলে আসছে তার নতুন সিনেমা। শাহিন সুমনের পরিচালনায় ‘বিদ্রোহী’ শিরোনামের এ সিনেমায় তার বিপরীতে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দেশের ১০২ হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

অন্যদিকে, ঈদের দিন থেকে টানা পাঁচদিন টিভিতে দেখানো হবে বুবলী অভিনীত ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ‘চিটাগাইংগ্যা পোয়া, নোয়াখাইল্ল্যা মাইয়া’, ‘রংবাজ’ ও ‘অহংকার’ সিনেমাগুলো। সব মিলিয়ে বলা যায়, এবার অন্যরকম ঈদই কাটবে বুবলীর।

বুবলীর ভাষ্য, ‘দুই বছর পর ঈদে আমার নতুন সিনেমা আসছে। আবার টিভিতেও থাকছে পাঁচটি সিনেমা। যা প্রথমবারের মতো দেখার সুযোগ পাবেন টিভির দর্শকেরা। ওটিটিতেও থাকছে আমার নতুন কাজ। সব মিলিয়ে আমার কাছে দারুণ আনন্দ লাগছে, যা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে আমার ঈদ যেন আগেই শুরু হয়ে গেছে।’

হলে গিয়ে নতুন সিনেমা দেখবেন কিনা জানতে চাইলে নায়িকা বলেন, “অবশ্যই যাব। কতদিন পর নতুন ছবি আসছে আর আমি যাব না, তা কি হয়। ইচ্ছে আছে ঈদের পরদিন হলে গিয়েই ছবিটি দেখার। এ ছাড়াও এই ঈদে মুক্তি পাওয়া ‘শান’ এবং ‘গলুই’ও দেখব।’

বুবলী আরও বলেন, ‘ঈদের আনন্দ সবার সঙ্গে শেয়ার করতে নায়িকা হিসেবে সিনেমা হলে যাওয়া হবে। তা ছাড়া সুযোগ পেলে ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও আছে। লোকাল হলে গিয়ে দর্শকসারিতে বসে ছদ্মবেশে ছবি দেখার মজাই আলাদা। এভাবে আমি অনেকবার ছবি দেখেছি। বাংলা ছবি দেখার আসল স্বাদটা পাওয়া যায়।’

ঈদের দিনটি কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন? উত্তরে বুবলী বলেন, ‘বরাবরের মতো এবার ঈদের দিনটি পরিবারের সঙ্গেই কাটানো হবে। আত্মীয়-স্বজন সবাইকে নিয়েই দিনটি পার হবে। এমনও হয় ঈদে অনেক আত্মীয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হয়। তাই এই আনন্দটা মিস করতে চাই না। আর ঈদের পরদিন সিনেমা হলগুলো ঘুরে দেখার পরিকল্পনা আছে। নতুন সিনেমাগুলো দেখব।’

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক