দামি নতুন গাড়ি উপহার দিয়ে কর্মীকে চমকে দিলেন জ্যাকুলিন
অনলাইন ডে : দশেরা উৎসবে নিজের এক কর্মীকে নতুন ব্র্যান্ডেড গাড়ি উপহার দিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এ ঘটনায় অনলাইন দুনিয়ায় প্রশংসা ভাসছেন বলিউড তারকা।
ইনস্টাগ্রামে এক ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়ে পূজা করছেন জ্যাকুলিন। নারকেল ভেঙে, লাড্ডু দিয়ে গাড়ির সামনে পূজা সারেন জ্যাকুলিনের ওই কর্মীও।
অনলাইনে জ্যাকুলিনের ওই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে জ্যাকুলিনকে ট্রাফিক পুলিশের মতো পোশাক পরতে দেখা যায়। তবে তার গায়ে এ পোশাক কেন সেটি নিশ্চিত করা যায়নি। সম্ভবত সেসময় তিনি কোনো শুটিংয়ে ছিলেন।
নিজের কর্মীকে জ্যাকুলিনের গাড়ি উপহার দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গাড়ি উপহার দিয়ে তার মেকআপ আর্টিস্টকে চমকে দিয়েছিলেন এ অভিনেত্রী।
করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় সালমান খান এবং তার পরিবারের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে ছিলেন জ্যাকুলিন। লকডাউন শেষে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি এবং কাজ শুরু করেন।











