শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সচেতন জনগণই মাদক সন্ত্রাস রুখবে-রংপুর বিভাগীয় কমিশনার

news-image

রংপুর ব্যুরো : সরকারের জিরো টলারেন্স নীতি এবং সচেতন জনগণই মাদক সন্ত্রাস রুখবে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও চালানকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অনড়। জনগনও দিন দিন মাদকের ব্যাপারে সচেতন হচ্ছে। এখন সবাই মিলে মাদক সন্ত্রাস রুখতে হবে।
আজ বুধবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রংপুর টাউন হলে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

“সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার” এই প্রতিপাদ্যে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাদক বিরোধী আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, মহানগরের সভাপতি সাফিউর রহমান সফি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মোঃ মাসুদ হোসেন। আলোচনা শেষে প্রবন্ধ লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

এদিকে আজ বুধবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে মাদকবিরোধী একটি বর্ণিল শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রিকোভারী, সমাজকর্মী, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সদস্যরাসহ বেসরকারী সংগঠন অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী