মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ড : ১৮২ জনের ১০ বছরের সাজা বহাল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে হত্যাকাণ্ডের মামলায় ২০১৩ সালে নিম্ন আদালতের দেওয়া রায়ের কিছু অংশ বহাল রেখেছেন আদালত।

আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত পড়া রায়ে এ মামলার একটি অংশে বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া ২৫৬ আসামির মধ্যে ১৮২ জনের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

এর আগে সকালে দেশের সবচেয়ে বড় আলোচিত এ মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড কার্যকরে অনুমতি চেয়ে আবেদন) ও আপিলের রায় পড়া শুরু করেন বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) হাইকোর্ট বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

দিনের প্রথম অংশে রায়ের পর্যবেক্ষণ দেন আদালত। সেইসঙ্গে তুলে ধরেন নিজেদের সাতটি সুপারিশ। এরপর বিরতি শুরু হয়।

বিকেলে বিরতি শেষে আবার শুরু হয় আদালতের কার্যক্রম। এতে নিম্ন আদালতে দেওয়া রায়ের একটি অংশে ১৮২ জনকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়। এখন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় পড়া চলছে।