শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

news-image

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই শোবিজাঙ্গনে আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে অভিনয় কিংবা সিনেমাকে কেন্দ্র করে নয়, এই নায়িকার আলোচনায় থাকার অন্যতম কারণ তার ব্যক্তিজীবন ও কয়েকজন তারকাকে নিয়ে বিতর্কিত কিছু মন্তব্য।

যার শুরুটা, চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে। সম্প্রতি এই নায়কের সঙ্গে তার বিয়ের গুঞ্জন ছড়ায়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন এই নায়িকা। যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবরকে ‘রহস্য’ হিসেবেই রেখে দেন তিনি।

এরপর অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে নিয়েও মন্তব্য করেন মিষ্টি জান্নাত। যেখানে অভিনেত্রী দাবি করেন, জয় তাকে জোর করে চুমু দেওয়ার চেষ্টা করেছিল। এমনকি লং ড্রাইভে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছিল।

এসব মন্তব্যের পর আবারও গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে তিনি বলেছেন, মিডিয়ার যে কোনো খবর নিয়েই বেশি মাতামাতি হয়। যেটা অন্য সকল পেশাতে হয় না।

উদাহরণ টেনে তিনি বলেন, আমাকে অনেকেই ‘গিভ অ্যান্ড টেক’ প্রস্তাব দেয়। তবে সেটা কী শুধু কী মিডিয়ায়? একবার মেডিকেলের স্যারও অফার দিয়েছিল। খারাপ ভিডিও দেখিয়ে আমাকে অফার করে। কিন্তু আমি রাজি হইনি বলে আমার পাস করতে দেরি হয়েছে। যেখানে মেডিকেলে পাস করতে পাঁচ বছর লাগে সেখানে আমার লেগেছে ৮ বছর। আমার এক ফ্রেন্ডকেও ওই ভিডিও দেখানো হয়। সেই ফ্রেন্ডও রাজি হয়নি বলে ওরও পাস করতে দেরি হয়েছে।

এই অভিনেত্রী মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেয়া হয় না। বর্তমানে ৫-১০ হাজার টাকার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সবার নজর থাকে।

নিজের বিয়ে প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘সমপর্যায়ে তো পেতে হবে। সমপর্যায়ে কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি। তবে পেলে বিয়ে করে ফেলব। আশা করি, আগামী বছরেই বিয়েটা সেরে ফেলব।’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালী জগতে যাত্রা শুরু করেন। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নিতে আদালতকে অনুরোধ করা হবে: মন্ত্রী মোজাম্মেল

আন্দোলনে হতাহতের সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ : মির্জা ফখরুল

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭

তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী

ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

কমেছে বেশির ভাগ সবজির দাম, চড়া পেঁয়াজ-আলু-চাল

শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে

দে‌শে কার‌ফিউ দেওয়া মা‌নে কে‌মো দেওয়া : কা‌দের সি‌দ্দিকী

মাঠে না নামায় ভেঙে দেওয়া হলো আ.লীগের ২৭ ইউনিট কমিটি