বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটরশি পীরের ক্যাসেট বাজাতে নিষেধ করায় হত্যা!

news-image

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আটরশি পীরের ক্যাসেট বাজাতে নিষেধ করায় রিয়াজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম বানিয়াপাড়া এলাকার মৃত কুদ্দুস বাগারের ছেলে।

কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, বানিয়াপাড়া গ্রামে ওয়াসিমের বাড়িতে আটরশি পীরের জিকিরের ক্যাসেট উচ্চস্বরে বাজাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ছেলের পরীক্ষা চলছে বলে উচ্চস্বরে ক্যাসেট বাজাতে নিষেধ করেন প্রতিবেশী সুরুজ। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন সুরুজের ভাই রিয়াজুল ইসলাম। বাড়ির সামনে পৌঁছলে ওয়াসিম, উজ্জ্বল ও সিপাইসহ ৮-১০ জন রিয়াজুলের ওপর হামলা চালায়। তারা রিয়াজুলের বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাতে করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা রিয়াজুলকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর