মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের আরও ৫ রাজ্যে বন্ধ হচ্ছে কসাইখানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিজেপি শাসিত যোগি আদিত্যানাথের উত্তর প্রদেশের পর এবার আরো ৫ রাজ্যে বন্ধ হচ্ছে কসাইখানা। যার মধ্যে রয়েছে- ঝাড়খন্ড, রাজস্থান, উত্তরাখন্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। অর্থাৎ, উত্তরপ্রদেশের পথ ধরেই পর পর ৫টি বিজেপি শাসিত রাজ্যে কসাইখানা বন্ধ হচ্ছে।

হরিদ্বারে ৩টি মাংসের দোকান ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে। রাইপুর এবং ইন্দোরেও ১১টি মাংসের দোকান বন্ধ করে দেয়া হয়েছে।
জানা যায়, হরিদ্বারে ৬টি কসাইখানায় তল্লাশি চালানো হয়েছিল। যার মধ্যে ৩টি অবৈধ বলে, সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ওই সিদ্ধান্তের জেরে সমস্যায় পড়তে যাচ্ছে জয়পুরের প্রায় ৪ হাজার মাংসের দোকা। এপ্রিল মাসের শুরু থেকে সেখানেও কসাইখানা বন্ধ করে দেয়া হতে পারে।

এ জাতীয় আরও খবর