মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমি অন্যায় করলেও স্বাস্থ্য দপ্তর আমার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবে না-স্যানিটারী ইন্সপেক্টর

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সরকারি হাসপাতলের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ভেজালখাদ্য নিয়ন্ত্রণ রাখার নামে ‘ঘুষ’নেয়ার অভিযোগ পা্ওয়া গেছে। এরই প্রেক্ষিতে অভিযোগে সংশ্লিষ্ট অভিযুক্ত বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালের ২য় শ্রেনী পদে কর্মরত স্যানিটারী (স্বাস্থ্য) কর্মকর্তা মো. শাহনেওয়াজ স্থানীয় সংবাদকর্মীদের ‘অফ দ্যা রেকর্ড দম্ভোক্তি’ করে বলেন আমি যা ইচ্ছে তা-ই করতে পারি।আমার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করলেও লাভ নেই।আমি অন্যায় করলেও স্বাস্থ্য বিভাগ আমার বিরুদ্ধে কোন এ্যকশান নিবে না।এর পেছনে বহু কারন আছে। স্যানিটারী ইন্সপেক্টর শাহনেওয়াজের ‘একাই একশো এমন দম্ভোক্তি’র সময় একই সরকারি হাসপাতালের হিসাব রক্ষক মো.শামিম আহমেদ উপস্থিত ছিলেন এবং তিনিও তাতে হতবাক হয়ে যান। কথোপকথন-টি দূর্নীতির বিষয়ে মঙ্গলবার (২৮ মাচ) দুপুর ২.৩৮ মি.-এ স্থানীয় কয়েক সংবাদ কর্মী  স্বাস্থ্য কর্মকর্তাকে কথোপকথন রেকর্ড হচ্ছে এমনটি জানিয়ে বক্তব্য নিতে গেলে তিনি এমন কথা বলেন।

বাঞ্ছারামপুর উপজেলা টিএসআই ডা.এবিএম মসিউল আলম সাথে পরবর্তীতে মুঠোফোনে কথা বললে তিনি জানান-‘আমি গাড়িতে আছি,পরে কথা হবে। খোজঁ  নিয়ে জানা গেছে,-মো.শাহনেওয়াজ বাঞ্ছারামপুর উপজেলায় গত ৪ মাস আগে যোগদানের পূর্বে তিনি আশুগঞ্জে কর্মরত ছিলেন।

সেখানেও তিনি ব্যাপক অনিয়ম আর দূর্ণীতির দায়ে তাকে বদলী করা হয় বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার অধিবাসী স্বাস্থ্য কর্মকর্তা মো.শাহনেওয়াজের নামে-বেনামে তার গ্রামের বাড়ীতে চাকুরীতে যোগদানের পর, প্রায় ৫০ একর জমি,একাধিক ব্যাংকে এফডিআর,ব্যাংক একাউন্ট আছে বলে জানা গেছে। বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মো.শাহনেওয়াজ প্রসঙ্গে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া নিশিত কুমার নন্দী বলেন-‘তিনি এমন কথা বলার সাহস তিনি পেলেন কোথায় ! এটা তিনি বলতে পারেন না।তাকে তো মাত্র ক’মাস আগে বদলী করে বাঞ্ছারামপুরে পাঠানো হলো।বিষয়টি আমি খতিয়ে দেখবো।

এ জাতীয় আরও খবর