বৃষ্টির কবলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
স্পোর্টস ডেস্ক :দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের অসাধারণ সেঞ্চুরির সুবাধে বাংলাদেশের সামনে ৩১২ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েছে স্বাগতিকরা। তবে সিরিজ জয়ের মিশনে ব্যাট করতে নামার আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। প্রথম ইনিংসের খেলা শেষ হওয়ার পরই নেমেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
বৃষ্টির কারণে রণগিরি স্টেডিয়ামের উইকেট ঢেকে ফেলা হয়েছে ত্রিপল দিয়ে। উইকেটের আশপাশে ৩০ গজ এলাকা পুরোপুরি ঢেকে দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখার সময় বৃষ্টির বেগ বেড়ে গেছে। মোটামুটি মুষলধারে বৃষ্টি যাকে বলা হয়, তেমনই বৃষ্টি নেমেছে ডাম্বুলার আকাশ ভেঙে।
টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ১০২ রানের বদৌলতে ৩১১ রান করেছে শ্রীলঙ্কা। তবে ইনিংসের শেষ ওভারে এসে দুর্দান্ত বোলিং করে হ্যাটট্রিক পূরণ করে নিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তাসকিন।