রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে গোপন সামরিক চুক্তি হচ্ছে না : মেনন

news-image

নিজস্ব প্রতিবেদক :বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ভারতের সঙ্গে গোপনে কোনো সামরিক চুক্তি হচ্ছে না। বরং প্রকাশ্য সমঝোতা স্বাক্ষর হবে। তবে সমঝোতা স্মারক কোনো বিষয়ে তা হবে স্পষ্ট করেননি তিনি।

আজ মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলায় সফরকালে পাটকেলঘাটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির ব্যাপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো বাধা হয়ে আছে বলে উল্লেখ করেন তিনি।

মেনন বলেন, ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে জঙ্গি দমনে যে তৎপরতা চলছে তা এখনো অব্যাহত রয়েছে। তবে তারা (জঙ্গিরা) ভেতরে ভেতরে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জঙ্গি দমনে রাষ্ট্রীয় কর্মসূচি ছাড়াও রাজনৈতিক দলগুলির মধ্যে ঐকমত্য দরকার। সেই সঙ্গে সামাজিক ও পারিবারিক তৎপরতাও জরুরি।

পর্যটনমন্ত্রী বলেন, আগামী ১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তদেশীয় পার্লামেন্টারি কনফারেন্স। ৮০টি দেশের স্পিকার এখানে আসছেন। দেশে এখন পূর্ণ নিরাপদ অবস্থা বিরাজ করছে। জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নিষিদ্ধ করার কথা বলেছে। তবে সরকার এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

মন্ত্রী পরে তালার কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, জামায়াতের তাণ্ডব সাতক্ষীরার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে। জামায়াতিরা সাতক্ষীরাকে অবরুদ্ধ করে রাখলেও জনতা সামনের কাতারে এসে তাদের প্রতিহত করেছে। এক মাস ধরে জঙ্গিরা বিভিন্ন স্থানে আস্তানা গেড়ে বোমা, অস্ত্র এনে দেশে অরাজক অবস্থার সৃষ্টি করে দেশকে আফগানিস্তান বানাতে চায়।

এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামায়াতের সরকারের আমলে উত্তরবেঙ্গে বাংলা ভাই মাথা উঁচু করলেও সে সময়কার সরকার বলে এটা মিডিয়ার সৃষ্টি। অথচ সেই বিএনপি-জামায়াতকে সেটা পরে মেনে নিতে হয়। সিনেমা হলে বিস্ফোরণ ও ১৭ আগস্ট একযোগে বোমার পর সরকার বাধ্য হয়েছিল বাংলা ভাইদের গ্রেপ্তার করতে। কিন্তু জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিষ দূর হয়নি। সিলেটে, চট্টগ্রামের সীতাকুণ্ডে, মিরসরাইতে জঙ্গিরা আবারও মুক্তিকামী মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে।

সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিরোধী দল বলছে সরকার নাকি জঙ্গি জঙ্গি খেলা করছে। এই জঙ্গি ও গণহত্যা দিবস উপলেক্ষে তারা কোনো কর্মসূচিই গ্রহণ করেনি বলে মন্তব্য করেন তিনি। তিনি রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিকভাবে জঙ্গিবিরোধী কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না মন্তব্য করে তিনি বলেন এ দেশে আগমনকারী ওলি-আউলিয়ারা ইসলাম প্রচার করে গেছেন। এখন কিছু মানুষের উসকানিতে জঙ্গি আক্রমণ হচ্ছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন আরো বলেন, বিএনপি আবারও যদি আগের মতো নির্বাচনে অংশ না নেয় তা হলে বাংলাদেশের রাজনীতি থেকে তাদের নাম মুছে যাবে। তিনি বলেন নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। নির্বাচন হবে নিরপেক্ষ। এতে কোনো সন্দেহ নেই।

তালা কলারোয়া আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন দলের পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ ও মনোজ সাহা,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাব্বির হোসেন, আইনজীবী ফাহিমুল হক কিসলু , প্রধান শিক্ষক আবদুর রউফ ও স্বপন কুমার শীল।

বক্তারা কপোতাক্ষ নদ পুনঃখনন, পাটকেলঘাটা থানাকে উপজেলা , তালা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ এবং সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। ২০১৩ সাল থেকে জামায়াতের সহিংসতায় আওয়ামী লীগের ১৬ জন হত্যার বিচার দাবি করে তাঁরা বলেন, ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারীদেরও বিচার করতে হবে।

সকালে মন্ত্রী তালা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অরুণ কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নির্বাহী অফিসার ফরিদ হোসেন।

এ জাতীয় আরও খবর