তৈমুরের জন্য কোন পছন্দের জিনিস ছাড়লেন করিনা?
বিনোদন ডেস্ক :মা হয়েছেন সদ্য। সন্তানের জন্য কিছু ত্যাগ স্বীকার তো করতেই হবে। তিনি করিনা কপূর খান। ছেলের জন্য ত্যাগ করেছেন নিজের পছন্দের খাবার।
গত ডিসেম্বরে তৈমুরের জন্ম দিয়েছেন করিনা। তার পর থেকেই হেডলাইনে তাঁর ছেলে। কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ড থেকেই ছেলের জন্য স্বার্থত্যাগ শুরু করে দিয়েছিলেন নায়িকা। কড়া ডায়েট মেনে চলতেন তিনি। আর সেটা করতে গিয়েই বাদ পড়েছিল তাঁর সাধের পিত্জা। এই ইতালিয়ান পদ করিনার অন্যতম পছন্দের। তৈমুর হওয়ার আগে থেকেই বাইরের খাবার খাওয়া বন্ধ করেছিলেন। বাড়িতে তৈরি করা
সম্প্রতি করিনা জানিয়েছেন, মা হওয়ার পর প্রতিটা মুহূর্ত এনজয় করছেন। তাঁদের জীবনের অন্য মানে তৈরি করেছে তৈমুর।