রাজশাহীতে বিস্ফোরক দ্রব্যসহ আটক ২
=নিজস্ব প্রতিবেদক :রাজশাহীতে প্রায় ৫ কেজি বিস্ফোরক দ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইলে পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটকরা হলেন- আবদুল লতিফ (৩৫) ও সাকিরুল ইসলাম (৩০)। তবে তাৎক্ষণিকভাবে তাদের পুরো ঠিকানা জানায়নি পুলিশ। তাদের আটকের পর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনারের (পশ্চিম) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত ২টায় এই প্রতিবেদন লেখার সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
আরএমপির উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম জানান, সারাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চলছে। সোমবার রাতে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বাস টার্মিনাল এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন।
রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় ওই দুই ব্যক্তির কাছে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। এ সময় তাদের আটক করা হয়। বিস্ফোরক দ্রব্য কয়েকটি পলিথিনের ভেতর ছিল। সেগুলো ৪ থেকে ৫ কেজি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
একেএম নাহিদুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্যগুলোর মধ্যে গান পাউডার, সালফার ও গন্ধকসহ বোমা তৈরির আরও কয়েক ধরনের উপকরণ আছে। এগুলো দিয়ে খুবই শক্তিশালী বোমা বানানো যায়। সেগুলো বড় কোনো নাশকতার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি জানান, আটক দু’জন স্বীকার করেছেন- বিস্ফোরক দ্রব্যগুলো দিয়ে শক্তিশালী বোমা বানানো হতো। পুলিশ বিস্ফোরক দ্রব্যগুলোর গন্তব্যস্থলও জানতে পেরেছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আর আটকরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কী না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।