জঙ্গিবাদ দমন নিয়ে প্রধানমন্ত্রীকে তুরস্কের ফোন
নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ দমন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ফোন করেছেন। তিনি জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার সন্ধ্যায় টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আগ্রহের কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমেকে এতথ্য জানান।
তিনি বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তুরস্কের প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, তুর্কি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর কাছে সিলেটের ঘটনার নিন্দা ও হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন।