মাশরাফির বিরক্তি ৩-০ ব্যবধানের আলোচনায়
স্পোর্টস ডেস্ক :ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে ৯০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সিরিজে তাই ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাশরাফি বাহিনী। আগামীকাল মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী দল।
এই ম্যাচের আগে একটা প্রসঙ্গ খুবই ভালোভাবে উঠে এসেছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশ কী ৩-০ ব্যবধানে জিততে আশাবাদী। এমন প্রশ্ন শুনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খুবই বিরক্ত হয়েছেন। কারণ এমন কথা খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ তৈরি করে বলে মনে করেন তিনি।
সোমবার ডাম্বুলায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যেকোনো সিরিজেই একটা ম্যাচ জিতলেই খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৫-০তে জয় পাব কি না। আসলে আগে আগে এমন কথা না বলাই ভালো। কারণ এটি খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ তৈরি করে। তার মানে এই নয় যে, আমরা সিরিজ জিততে চাই না। এই সিরিজ জিততে পারলে আমাদের জন্য খুবই ভালো হবে।’
আপাতত বাংলাদেশ অধিনায়কের ভাবনা ম্যাচ বাই ম্যাচ জয়, ‘একটি ম্যাচ খেলার পর আরেকটি ম্যাচের দিকেই নজর দেওয়া ভালো। খেলোয়াড়দের জন্য তাতে সুবিধা হয়। পুরো সিরিজ নিয়ে ভাবতে গেলে অনেক বেশি চাপ তৈরি হয়। যা খেলায় প্রভাব ফেলে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। তাই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। অবশ্য এসব নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ দলের খেলোয়াড়রা।