সিলেটে হামলার দায় স্বীকার আইএসের
সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে তার পাশেই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বার্তা সংস্থা হিসেবে পরিচিত ‘আমাক’ এ খবর জানিয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ পার্শ্ববর্তী এলাকায় শনিবার সন্ধ্যায় দুই দফা জঙ্গি হামলার ঘটনায় এ পর্যন্ত পুলিশসহ ছয়জনের নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
নিহতরা হলেন্ত জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও সিলেটে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার, স্থানীয় ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮)। একজনের পরিচয় পাওয়া যায়নি।