শিববাড়ি এলাকা ঘিরে নিবিড় তল্লাশি ও অভিযান
সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আজ রোববার জঙ্গিবিরোধী নিবিড় তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা আজ বেলা ১১টার দিকে এই তথ্য জানান।
শিববাড়ির ‘আতিয়া মহল’ নামের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে। বাড়িটিতে গতকাল শনিবার সকাল থেকে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
জঙ্গি আস্তানায় সেনা অভিযানের মধ্যে গতকাল সন্ধ্যার দিকে আতিয়া মহলের অদূরে পৃথক জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
গতকালের ওই হামলার পর আতিয়া মহল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ূন রশীদ চত্বরে ব্যারিকেড দিয়েছে পুলিশ। গণমাধ্যমকর্মীসহ কাউকেই ভেতরের দিকে যেতে দেওয়া হচ্ছে না।