কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার দুপুরে পৌর এলাকার ভাদুঘরের শান্তিনগর থেকে ইভা আক্তার(১৫)নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইভা ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রি। সে প্রবাসী মোঃ সোহেল মিয়ার কন্যা। ইভার মা কুলসুম বেগম অভিযোগ করে জানান, ইভার সাথে শহরের দক্ষিণ পৈরতলার মালু মিয়ার ছেলে রেজাউল করিম(হামিম)এর প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন যাবত হামিম ইভাকে এড়িয়ে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে হামিমের মামাতো ভাই শামীম আমাদের বাড়িতে এসে প্রায় ১ঘন্টা আমার মেয়ের সাথে গোপনে কথা বলে। শামীম চলে যাওয়ার পর থেকেই আমার মেয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পর তার শয়ন কক্ষে ঘুমাতে যায়। শনিবার সকাল থেকে ইভাকে অনেক ডাকাডাকি করার পর দরজা না খুলায় জানালা ভেংগে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে স্হানীয় কাউন্সিলর ডেকে এনে তার মরদেহ দেখালে সে পুলিশ কে খবর দেন তারপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা অফিসার ইনচার্জ মাইনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।