নাসিরনগরে সংঘর্ষ দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই প্রত্যাহার
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল গ্রামে গত ২০ মার্চ সংঘর্ষের ঘটনায় এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুলকে আজ শনিবার সকালে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধরমন্ডল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়। এ সময় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিয়াজ উদ্দিনসহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুরের শিকার হয়। সংঘর্ষের ঘটনায় এএসআই আশরাফুলের গাফিলতি ছিল বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। এ ঘটনায় আজ শনিবার সকালে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ন্যস্ত করা হয়।