রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এর কাছেই দুই মোটরসাইকেল আরোহীর ঘটানো বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত দুই পুলিশ সদস্য হলো আবু কাউছার ও মনির হোসেন, অন্যজন স্থানীয় আ.লীগ নেতার পুত্র ও ছাত্রলীগ কমী ওয়াজেুল ইসলাম অপু । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন । আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পুলিশের মিডিয়া মুখপত্র জেদাল আল মুসা এ তথ্য নিশ্চিত করেন।
সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিকসহ ৩০ জনের বেশি আহত হন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ শিববাড়ির জঙ্গি আস্তানার প্রবেশের মূল রাস্তার মুখের দিকে ছুটে যান।
সেখানে গিয়ে একটি মোটরসাইকেল ও চার জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন মঞ্জুর হোসেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে জানান, একটি মোটরসাইকেলে করে দুজন এসে ঘটনাস্থলে এসে বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনুদ্দিন বলেন, নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। আহতরাও সবাই একই হাসপাতালে নেওয়া পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানান যায়নি।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

কালিয়াকৈরে হাসিনা-কাদেরের নামে দুই হত্যা মামলা

রোববার থেকে যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহক

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলবে রোববার, আজ বন্ধ ছিল ৪৩টি

রেমিট্যান্সে সুবাতাস, নতুন রেকর্ডের ইঙ্গিত

মণিপুরের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ

নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে

লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪০৩