সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ

news-image

সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের এ সিরিজ জয় দিয়ে শুরু করলো মাশরাফি বিন মর্তুজার দল।
বাংলাদেশের দেওয়া ৩২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩৪ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে ৮ম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল। অন্যদিকে, ওয়ানডে ক্যারিয়ারে ৩৩তম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। এই দু’জনের ব্যাটে ভর করে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।
জবাবে শ্রীলঙ্কা শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯০ রান। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ দুটি। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল-হাসান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এরা প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে আজ শনিবার। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার বেলা ৩টায় শুরু হয় ম্যাচটি। টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ।
বাংলাদেশের ওপেনিং জুটিতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তাদের জুটি থেকে ২৯ রান আসে দলে। তবে এরপরই সৌম্য সুরাঙ্গা লাকমালের বলটি উইকেটরক্ষক দিনেশ চান্দিমালের হাতে দিয়ে সাজঘরে ফিরেন। আউট হওয়ার আগে তার সংগ্রহ ১৩ বলে ২টি চারের মারে ১০ রান।
সৌম্যর বিদায়ের পর দলের হাল ধরেন তামিম ও সাব্বির। তাদের জুটিতে ভর করেই দল শতরান পার করেছে বাংলাদেশ। সাব্বির হাফসেঞ্চুরিতে ৫৬ বলে ১০ চারে ৫৪ রান।
উইকেটে তামিমের সঙ্গে মুশফিকুর রহিম যোগ দেন। তবে তিনি মাত্র ১ রান সংগ্রহ করেই ফিরেছেন সাজঘরে। লক্ষণ সান্দাকানের বলটি সরাসরি উঠিয়ে দিলে তা সান্দাকানই তালুবন্দি করেন। মুশফিক আউট হলে ক্রিজে আসেন সাকিব। সাকিব আল হাসান ৭১ বলে ৭২ রান। তামিমম ইকবাল ১৪২ বলে ১২৭ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে ২৪ রান এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৭ বলে ১৩ রান করে অপরাজিত আছেন।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড : ধানুস্কা গুনাথিলাকা, আসেলা গুনারতেœ, দিনেশ চান্দিমাল, উপল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, মিলিন্দা সিরিওয়ার্দানে, সচিথ পাথিরানা, থিসেরা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা।

এ জাতীয় আরও খবর

৯-১ গোলের জয়ে বিশ্বকাপে পর্তুগাল

লেগুনার পা-দানিতে শিশুর সংগ্রাম, অভিনেত্রী সোনিয়ার দীর্ঘশ্বাস

শীতকালে ঘরেই তৈরি করুন তিল ও গুড়ের চিট

হাসিনার রায় দেশব্যাপী উদযাপন করব : সাদিক কায়েম

মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশ বেতারেও

জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

শেখ হাসিনা-কামাল-মামুনের ভাগ্য নির্ধারণ আজ

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

ফ্যাসিস্ট হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

দেশের ৪ জেলায় বিজিবি মোতায়েন

আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

মুক্তমঞ্চে ঋতুর অন্নের গান