সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তামিম ইকবালের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক :ওপেনার তামিম ইকবাল সেঞ্চুরি করলেন। ১২৮ বল মোকাবিলা করে ১০১ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নিয়েছেন টাইগারদের বাঁহাতি ওপেনার তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই শতক হাঁকান তামিম।

তামিম ইকবালের সেঞ্চুরি

লঙ্কা সিরিজের প্রথম ওয়ানেডেতে ৪৩তম ওভারে ১২টি চারে ১২৭ বলে তামিম তুলে নেন ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি।

এর আগে মিরপুরে সবশেষ আফগানিস্তানকেই ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে শতকের শিকার বানিয়েছিলেন এই টাইগার ওপেনার। তামিম ষষ্ঠ ওয়ানডে শতকের দেখা পান শের-ই-বাংলা স্টেডিয়ামেই। সফরকারী পাকিস্তানের বিপক্ষে ১১৬ বলে অপরাজিত ১১৬ রানের বিষ্ফোরক ইনিংস খেলে ষষ্ঠ ওয়ানডে শতক তুলে নিয়েছিলেন তামিম।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রান ছিল ৯৯৯৯।

শনিবার ডাম্বুলায় বাংলাদেশের ইনিংসের তৃতীয় বলেই সেই আরাধ্য মাইলফলকটা ছুঁয়ে ফেললেন তামিম ইকবাল। লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের করা বলটি স্কোয়ার লেগে ঠেলে দিয়ে নিলেন দুই রান। তাতেই পূর্ণ হলো ১০০০০ রান। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইলফলক গড়লেন ড্যাশিং ব্যাটসম্যান তামিম।

২০০৭ সালে হারারেতে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৫ রান করেই সাজঘরে ফিরেছিলেন। তবে জায়গা ঠিকই করে নিয়েছিলেন একই বছরের বিশ্বকাপ দলে। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ৫৩ বলে ৫১ রানের চোখজুড়ানো ইনিংস খেলেছিলেন ভারতের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। ভারতকে টপকে জায়গা করে নিয়েছিল বিশ্বকাপের সুপার এইটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাঁহাতি তামিমকে। নিজেকে প্রমাণ করেছেন বাংলাদেশের ইনিংসের শুরুর ভিত হিসেবে। টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই তামিম বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।

কেনিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক ২০০৭ সালেই নাইরোবিতে। পরের বছর টেস্ট ক্যাপ মাথায় পড়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৯ টি টেস্ট খেলেছেন তামিম। ৩৯.৫৩ গড়ে ৩৬৭৭ রান করেছেন। ২২ টি হাফসেঞ্চুরির সঙ্গে ৮টি সেঞ্চুরি। চলতি ম্যাচের আগে ১৬২ ওয়ানডেতে ৩২.৪০ গড়ে ৫১২০ রানের অধিকারী ছিলেন তামিম। সেঞ্চুরি ৭টি, হাফসেঞ্চুরি ৩৪টি। ৫৫টি-টুয়েন্টিতে সংগ্রহ ১২০২ রান। সেঞ্চুরি আছে একটি। ওমানের বিপক্ষে গত বছর বিশ্বকাপ টি-টুয়েন্টিতে। হাফসেঞ্চুরি ৪ টি।