হাফ সেঞ্চুরি করে সাব্বিরের বিদায়: বাংলাদেশ ১১৯/২
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। শনিবার ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দেখেশুনে খেলতে থাকেন সৌম্য সরকার ও তামিম ইকবাল।
তবে ব্যক্তিগত ১০ রানে আউট হন সৌম্য। এরপর তামিমের সঙ্গে দলের হাল ধরেন ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান।
দারুণ খেলতে থাকা সাব্বির নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন। সাব্বিরের হাফ সেঞ্চুরির ইনিংসটি ৯টি চারের মারে সাজানো। ৪৮ বলে ফিফটি পূর্ণ করেন সাব্বির।
হাফ সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেন নি সাব্বির। থারাঙ্গার দুর্দান্ত ক্যাচে বিদায় নিতে হয়েছে তাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১.৪ ওভারে ১১৯/২।