যতক্ষণ শরীর ততক্ষণ চিনবে তারা
বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গা শক্ত করতে অভিনয়শিল্পীদের অনেক কষ্ট করতে হয়। অতীতে এ বিষয়ে অনেকেই মুখ খুলেছেন। তাদের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আকর্ষণীয় শরীর না হলে জায়গা হয় না, এবার বলিউড নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী জেরিন খান।
এ প্রসঙ্গে জেরিন খান ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ইন্ডাস্ট্রির একটি বড় অংশ এখনো ভাবেন, যদি আপনার শরীর আকর্ষণীয় হয় তাহলে আপনার অভিনয় দক্ষতা কোনো ব্যাপার নয়। একটি বড় অংশ এখনো আপনি দেখতে কেমন এ হিসেবে আপনার বিচার করে। যতক্ষণ আপনি শারীরিকভাবে আকর্ষণীয়, ততক্ষণ আপনাকে চিনবে তারা।’
বর্তমানে আকসার-টু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জেরিন। পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘আমি এখনো ওই পর্যায়ে যায়নি যে, একই সঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করব। যখন এটি ঘটবে, আমার মনে হয় তা অনেক চ্যালেঞ্জিং হবে।’
এ অভিনেত্রী জানান চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে বেশ পছন্দ করেন তিনি। তিনি বলেন, ‘যে চরিত্রটিতে চ্যালেঞ্জ রয়েছে সেটি পছন্দ করি। ইন্ডাস্ট্রি আপনাকে গতানুগতিকভাবে রাখতে চাইবে কিন্তু আমি খুব খুশি কারণ এটা এখন আমার সঙ্গে হচ্ছে না। ছয় বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রির অংশ। আমার অভিনয় ক্যারিয়ারের উত্থান-পতন আমাকে আনন্দে রেখেছে।’