ধর্ষণের সময় চিৎকার না করায় ধর্ষণ হয়নি : আদালত
আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের সময় চিৎকার করে সাহায্য চায়নি ধর্ষিতা। তাই সে ঘটনাকে ধর্ষণ বলতেই নারাজ ইতালির আদালত। অবাক করা হলেও এই রায় প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন ইতালির আইনমন্ত্রী।
এবিসি নিউজের খবরে বলা হয়, তুরিনের একটি আদালত গত মাসে এক রায়ে জানিয়েছিল ধর্ষণের সময় মহিলা চিৎকার করে সাহায্য চাননি। ফলে ঘটনাটিকে ধর্ষণ বলে মানেনি আদালত।
বিচারক জানিয়েছেন, সহকর্মীর কাছে ধর্ষিত হওয়ার সময় মহিলা বলেছিলেন ‘যথেষ্ট হয়েছে’, যা ধর্ষণ প্রমাণিত করে না। আদালত প্রশ্ন তোলে, ধর্ষণ হলে মহিলা চিৎকার করে সাহায্য চাননি কেন?
ঘটনাটি জানার পর তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির আইনমন্ত্রী আন্দ্রে ওর্লান্দো।
এদিকে বিরোধীদল ফোর্জ়া ইতালিয়া পার্টির সাংসদ অন্নাগ্রাসিয়া কলাব্রিয়া আদালতের এই রায়ের নিন্দা করেছেন। সমালোচনায় মুখর হয়েছে নারী অধিকার সংগঠনগুলিও।