বিমানবন্দর গোলচত্বরে পুলিশের চেকপোস্টের পাশে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে পুলিশের চেকপোস্টের পাশে বোমা বহনকারী এক যুবক আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে প্রেবেশে গোলচত্বরের কাছে পুলিশের একটি চেকপোস্টের ১০ থেকে ১৫ গজ দূরে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক এই বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরে প্রবেশের এবং ওই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি।
ঘটনার বর্ণনা দিয়ে উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (প্যাট্রল) আতিকুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে জানান, ধারণা করা হচ্ছে নিহত ওই যুবক চেকপোস্টে আত্মঘাতী হামলা চালাতে এসেছিল। কিন্তু চেকপোস্টে পৌঁছার ১০ গজ সামনেই বোমাটি তার শরীরে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই যুবকটি মারা যায়।
ঘটনার পরপর পুলিশের ক্রাইম সিন বিভাগ নিরাপত্তা ব্যাস্টনি দিয়ে ঘটনাস্থলটি ঘিরে দেয়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। তবে এটি জঙ্গি গ্রুপের আত্মঘাতী হামলা কী না সে ব্যাপারে এখনো কেউ মন্তব্য করেননি।