সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষামূলক উৎপাদনে : আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র

আশুগঞ্জ প্রতিনিধি : পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩শ ৮০ মেগাওয়াট ক্ষমতার নতুন আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) একটি বিদ্যুৎ কেন্দ্র। ইতিমধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পরীক্ষামূলক ভাবে ২শ ৭০ মেগাওয়াট জাতীয় গ্রীডে যোগ হচ্ছে। আগামী জুনে পুরো মাত্রায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এ কেন্দ্রটি উৎপাদনে আসলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে জানিয়েছেন আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র কতৃপর্ক্ষ।
প্রায় ২হাজার ৫শ ৬০কোটি টাকা ব্যায়ে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে নির্মিত জ্বালানী স্বাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ৩৮০ মেগাওয়াট ক্ষমতার আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৪ সালের এপ্রিল মাসে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল, ইসিএ ব্যাকড প্রজেক্ট ফাইনান্সের অর্থায়নে এ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। নতুন বিদ্যুৎ কেন্দ্রটির নির্মানের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান স্প্যানের কোম্পানী টিএসকে ও টিআর লিঃ। ইতিমধ্যে প্রকল্পটির ৯৯ ভাগ কাজ শেষ হয়েছে। ৩শ ৮০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ইতিমধ্যে ২শ ৭০ মেগাওয়াট ক্ষমতার সিম্বল সাইকেল পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বাকী ১শ১০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল থেকে আগামী জুন মাসে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই পুরো মাত্রায় ৩শ ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।
আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) প্রকল্প পরিচালক ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস জানান, ইতিমধ্যে প্রকল্পটির ৯৯ ভাগ কাজ শেষ হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই পুরো মাত্রায় ৩শ ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হবে।
বিদ্যুৎ মন্ত্রনালয়ের ভারপ্রার্প্ত সচিব ড. আহমদ কায়কাউস জানিয়েছেন, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে আশুগঞ্জের এ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুতের সমস্যা অনেকটা সমাধান হবে।
উল্লেখ্য, সরকারি-বেসরকারি ১৩টি পাওয়ার প্লান্ট রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এসব কেন্দ্র থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় ১৬শ’ ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ। যা দেশের বিদ্যুৎ উৎপাদের ক্ষেত্রে সর্ববৃহৎ পাওয়ার হাব হিসেবে রূপান্তরিত হয়েছে। যা দিয়ে মিটছে দেশের ১৫ শতাংশ বিদ্যুতের চাহিদা। এতে করে দেশের একক অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আশুগঞ্জ। সরকারি পরিকল্পনায় সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলমান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অর্ধীনে নির্মানাধীন রয়েছে আরো বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজ। নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোদমে শুরু হলে প্রায় ২হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে আশুগঞ্জ থেকে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক দুই ভূয়া সাংবাদিক, মামলা

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনগণকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান জানালেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি : শ্যামল

বাঞ্ছারামপুরে শিক্ষকের ব্যতিক্রমী  রাজকীয় বিদায় সংবর্ধনা 

ভার্জিনিয়ার ফোবানা থেকে সংগৃহীত অর্থ যাবে বানভাসিদের কাছে

নিউ ইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির জমকালো অভিষেক

একদিনে আরও ৪৬৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

অনিশ্চয়তার মুখে তসলিমা নাসরিনের ভারতে অবস্থান

হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

৫৬ সদস্যের নাগরিক কমিটির আত্মপ্রকাশ

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ও মিসরীয় পেঁয়াজে ঝুঁকছেন ক্রেতারা