রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ৫ শামুক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ডাক বাংলো ঘাটে নদী পথে নৌকায় করে আনা ৫৮ বস্তা শামুক পাচারের সময় ৫ জনকে আটক করে তাদের অর্থদন্ডে  জরিমানা করা হয়েছে।  আটককৃতরা হলেন-ভলাকুট কান্দি গ্রামের মো. বন্দে আলীর ছেলে, কাজল মিয়া (৪৫), আহম্মদ আলীর ছেলে,  ফারেজ মিয়া (৩০), নাসিরনগর সদরের সুশীকান্ত দাসের ছেলে, সুভাস দাস (৩২), বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের খেলু মিয়ার ছেলে, কাশেম মিয়া (৪৫), ভিটাডুবী গ্রামের অবনী দাসের ছেলে, অমিয় চরণ দাস (৪৫)।তিনি আর ও  জানান,  তারা দীর্ঘদিন যাবত মেহেদী হাওর থেকে শামুক ধরে পিকআপ ভ্যানে করে আশুগঞ্জ, ভৈরব, মাধবপুর সহ বিভিন্ন স্থানে পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে বেশ কিছু শামুক জব্দ করে। এ সময় শামুক খোড়ানোর কাজে ব্যবহৃত প্রায় ১ লক্ষ টাকার জাল পুড়িয়ে দেওয়া হয়।এছাড়া আটকৃত শামুক নদীতে ফেলে দেওয়া হয়েছে।  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরাফাত উদ্দিন জানান, শামুক ধরা বা শিকার করা জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।

এ জাতীয় আরও খবর