‘৫০ লাখ একর খাস জমি থাকতে ভূমিহীন কেন’
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বিপুল পরিমাণ খাস জমি থাকতে মানুষ ভূমিহীন থাকবে কেন-এমন প্রশ্ন তোলা হয়েছে এক সেমিনারে। এই জমি নিরন্ন মানুষদের মধ্যে বরাদ্দ দেয়ার দাবি জানানো হয়েছে এই আয়োজনে।
শুক্রবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনে ‘বাংলাদেশের গ্রামীণ মজুর: অতীত ও বর্তমান’ শীর্ষক সেমিনারে বক্তারা এই কথা বলেন। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সেমিনারের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘কাজ এবং জমি সকল ভূমিহীন কৃষকের প্রাণের দাবি। দেশের ৫০ লাখ একর খাস জমি রয়েছে, এই জমি তাদেরকে বরাদ্দ দিতে হবে।’
খাস জলাভূমি প্রকৃত মৎস্যচাষিরা পায় না বলেও অভিযোগ করেন এম এম আকাশ। বর্গা চাষিদের জামানত ছাড়া ঋণ দিলেও তা শতভাগ উঠে আসে জানিয়ে তিনি বলেন, ‘আবুল বারকাত তা প্রমাণ করেছে। তিনি সাতক্ষীরায় জনতা ব্যাংক থেকে ঋণ দিয়ে শতভাগ আদায় করেছেন।’
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ক্ষুদ্র কৃষকরা ধীরে ধীরে ভূমিহীন হয়ে পড়ছে। তাদেরকে সহায়তা দিতে হবে।’ একটি শ্রেণি সস্তায় পোশাক শ্রমিক পেতে গ্রামীণ শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়ন হতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন।
কৃষি শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছে অভিযোগ করে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, গ্রামীণ কৃষকদের ছেলে-মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। টেকসই উন্নয়ন করতে হলে তাদের উন্নয়ন করতে হবে।
গ্রামীণ শ্রমিকদের পরিবর্তন আরও দরকার উল্লেখ করে সিপিডির এই ফোলো বলেন, কৃষির কাঠামোর পরির্বতন হয়েছে ইতিবাচক। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। কাঠামোর পরিবর্তনের সাথে মজুরির পরিবর্তনও হয়েছে।
সারা দেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন মোস্তাফিজুর রহমান।