বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে অর্থমন্ত্রী ও গভর্নর
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৩ তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে এ অগ্নিকা-ের পর ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ আমাদের সময় ডটকমকে জানিয়েছেন, ব্যাংক ভবনের ১৩তলায় ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, অগ্নিকা-ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি ক্ষয়ক্ষতি তেমন হবে না।
বাংলাদেশ ব্যাংকের ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে। তবে ওই তলার কক্ষগুলো এখন পরীক্ষা করে দেখা হচ্ছে।
তবে অগ্নিকা-র কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
এদিকে অগ্নিকা-ের পর ঘটনাস্থল পরিদর্শনে গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ব্যাংকের গর্ভনর ফজলে কবির।