নাসিরনগরে শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই আটক ॥ এক বছরের কারাদন্ড
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে শ্বশুরবাড়ি থেকে হারুন মিয়া(২৮)নামে এক জামাইকে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার মেয়ের জামাই হারুন মিয়া ইয়াবা সেবন ও বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ বাহার উদ্দিন চৌধুরীর চকিদারসহ এলাকাবাসীর সহযোগিতায় তার শ্বশুর বাড়ি থেকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে নাসিরনগর থানা পুলিশে সোপর্দ করে। জামাই হারুন মিয়াকে বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলীর আদালতে হাজির করলে তাকে এক বছরের দন্ডাদেশ দেন। হারুন মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের নুর আলীর পুত্র। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির মোঃ রজ্জব আলী দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।