ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় পাঁচজনের সাজা
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত পাঁচজনের প্রত্যেককে তিন বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। এসএটিভির খোঁজ টিমের উপর হামলার মামলায় বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো, বিজয়নগরের নলগড়িয়ার বাচ্চু মিয়া, লিটন মিয়া, কাসেম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মো. জুনায়েদ ও পৈরতলার জসিম মিয়া। আদালত অভিযুক্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’মাসের কারাদন্ডের আদেশ দেন।
মামলার বাদী এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান পলাশ রায়ে সন্তোাষ প্রকাশ করেছেন। রায়ের পর বুধবার বিকেলে তিনি জানান, মাদক সংক্রান্ত খবর সংগ্রহে গেলে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারী এসএ টিভির ’খোঁজ’ টিমের প্রধান প্রতিবেদন এসইউ সেলিম, ক্যামেরা পার্সন আশিক ইসলাম ও গাড়ি চালক হাবিব মিয়ার উপর বিজয়নগরের মিরাসানী এলাকায় হামলা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে বাচ্চু মিয়া ও জসিম মিয়া জেল হাজতে আছেন। বাকিরা পলাতক রয়েছেন।