মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে প্রতারণার ভয়ংকর খেলা ! নি:স্ব অনেকেই

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রহিমা খাতুন গত রবিবার উপজেলার ইসলামী ব্যাংকের শাখা  থেকে উত্তোলন করে ও ২৫ হাজার নগদ টাকা ভালোভাবেই কোমড়ে গুজে  ছেলের বিদেশ যাত্রার দালালের কাছে নিয়ে যাচ্ছিলেন।মনে ছিলো দুশ্চিন্তা।কারন,দালালকে সেদিন ১ লাখ টাকা দেয়ার কথা ছিল।  দালাল রেগে যায়.তবে কি একমাত্র সন্তানের দুবাই যাওয়া বন্ধ হয়ে যাবে ? এইসব আশংকা থেকে গত ২০ মার্চ বাঞ্ছারামপুর সদর উপজেলার সরকারি হাসপাতালের পেছন দিয়ে ছলিমাবাদ ইউনিয়নে ঐ দালালের বাড়ির উদ্দেশ্যে পায়ে হেটে ছুটেন। বাঞ্ছারামপুর মওলাগঞ্জ বাজারে সেদিন রবিবার সাপ্তাহিক হাটের দিন ছিল। বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের পেছনে আসতেই রহিমার ছেলে বয়সের  এক যুবক তাকে খালা বলে ডাক দেয়।তিনি থামেন।রহিমা তার নাম জিজ্ঞাসা করেন তুমি কে? আমি আলমগীর নরসিংদী থাকি।আগে আপনাদের গ্রামে থাকতাম।আমি তো ভারতের ‘কামরু-কামাখ্খা’- থেকে যাদু বিদ্যা শিখে এসেছি।আমার কাছে যাদুর মাটি আছে।সেই মাটিতে বাংলা টাকা ৫ মিনিট জড়িয়ে রাখলে ২/৩ গুন বেড়ে যায় তাৎক্ষণিক।

এতে রহিমা খাতুনের লোভ বেড়ে যায়,পুত্রের বিদেশে পাঠানোর জন্য বাকী ১ লাখ টাকা পাঠানোর কথা ভেবে।তিনি আর কিছু না ভেবে আলমগীরকে বললেন ,-‘বাবা-আমার কাছে ২৫ হাজার টাকা আছে,এটা দিয়ে তুমি লাখ টাকা করে দাও।
আলমগীর টাকা নিয়ে বলল ‘চলেন হাসপাতালের পেছনে ঝোপের আড়ালে।লোকজন দেখে ফেললে মুশকিল।কারন,দৈনিক ১ বারই এই যাদু কাজে আসে।আপনি শুধু খালা বলে আপনার ২৫ হাজার টাকা দ্বিগুন করে দিচ্ছি।আর বিষয়টি কিন্তু অন্য কাউকে জানাবেন না।আপনি বসুন,বসে পানি খান,আমি যাদুর মাটি তে টাকা লেপ্টে অন্ধকারে ৫ মিনিট রেখে আসছি।আমাকে আবার নরসিংদী যেতে হবে। প্রতারক আলমগীর হাওয়া।সে আর ফিরে আসে নি।রহিমা খাতুনের টাকা মাটির যাদুতে টাকা দ্বিগুনও হয়নি।২ ঘন্টা অপেক্ষা করে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।এরপর,অশ্রুসিক্ত কন্ঠে বিলাপ করে টাকার শোকে কাদঁতে থাকেন বাঞ্ছারামপুর সরকারি হাসপাতাল সংলগ্ন উপজেলা প্রশাসনের সামনে।বাঞ্ছারামপুর উপজেলাস্থ বেশ কিছু ব্যক্তি ও প্রতিবেদক রহিমা বেগমকে শান্তনা দেন।তবে-বার বার অনুরোধ করা সত্বেও তিনি থানা পুলিশ করতে চান নি।

এমনই আরেকটি ঘটনা,মাস তিনেক আগে সদর উপজেলার আমেনাপ্লাজার সামনে মেসার্স রিপা জুয়েলার্সে ঘটে।প্রতারক চক্র সেই একই রবিবার হাটের দিন এক প্রতারন জুয়েলারী দোকানের মালিক খোকন সাহাকে দৌড়ে এসে জানায় আপনার দোকানের টেবিল এক ব্যক্তি নিয়ে চলে যাচ্ছে।ধরেন তাকে।দোকানে সেই মুহুর্তে মালিক আইয়ূবপুর গ্রামের কামাল মিয়া ছাড়া আর কেউ ছিলেন না,তিনি সত্যিই চেয়ার নিয়েছে কি-না তা যাচাই না করে চেয়ারের মায়ায় দোকানের বাইরে তথ্যদাতা প্রতারককে সাথে নিয়ে রাস্তার মাথায় চেয়ার চোর ধরার জন্য খুজতে থাকেন।এই সুযোগে রিপা জুয়েলার্সের ৫৪ ভরি স্বর্ণ,মোবাইল, ২ লাখ নগদ টাকা প্রতারক চক্রের অপর সঙ্গীরা নিয়ে চম্পট দেয়।আর,তথ্য দাতা প্রতারক রাস্তা হতেই চেয়ার চোরকে খুজে না পেয়ে সেখান থেকেই চম্পট দেন। মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অংশ কুমার দেব বলেন,-আমরা বিষয়টি জানতাম না।থানায় কেউ অভিযোগ করেনি।প্রতারক চক্রকে ধরতে পুলিশ সর্বদা প্রস্তুত।আমাদেও খবর দিলে আমরা সাহায্য করবো।আর,জনগনকে সচেতন হতে হবে,হাটের দিন পুলিশী টহল বৃদ্ধি করা যায় কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবো।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মো.শওকত ওসমান প্রতারণার বিষয়ে বলেন,-বাঞ্ছারামপুরের জনগনকে আরো সচেতন হতে হবে।বিশেষ কওে রবিবার বৃহত্তর হাটের দিনে।আমরা প্রশাসন থেকে মাইকিং করা যায় কি-না তা নিয়ে সিদ্ধান্ত নেবো ।

এ জাতীয় আরও খবর