সরাইলে রাস্তার পার্শ্বে অবস্থানরত দোকানে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিনিধি : সরাইল উপজেলার টিঘরে রাস্তার পার্শ্বে স্বল্প নোয়াগাঁও মোড়ের বিভিন্ন দোকানে উচ্ছেদ অভিযান চালানো হয়। ২২শে মার্চ বুধবার সকাল ১০ঘটিকার সময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের নির্দেশে রাস্তার পার্শ্বে অবস্থানরত দোকানে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানের মধ্যে রয়েছে সরকারি রাস্তার পার্শ্বে নির্মিত একটি দোকানের আংশিক সিঁড়ি ভেঙ্গে রাস্তার জায়গা উদ্ধার করা। এছাড়া আরও দুইটি ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়। এ উদ্ধার কাজ সকাল ১০টা থেকে শুরু করে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মুজিবুর রহমান ও চেইনম্যান মোঃ কবির আহমেদ।