মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় জঙ্গীবাদ বিরোধী কনসার্টে ৮ ব্যান্ড

news-image

দুস্থ, শীতার্ত কিংবা অসুস্থ মানুষের সাহায্যার্থে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এগিয়ে আসেন মানবিকতার ডাকে। মাদকবিরোধী কনসার্টেও পাওয়া যায় তাদের। এবার প্রথম সারির কয়েকটি ব্যান্ড অংশ নিচ্ছে জঙ্গিবাদ বিরোধী কনসার্টে। এ তালিকায় আছে নগরবাউল, মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, শিরোনামহীন, আর্টসেল, চিরকুট, শূন্য ও অ্যাবস্ট্রাকশন।

আয়োজকরা জানান, শুক্রবার (২৪ মার্চ) মোহাম্মদপুর থানা সংলগ্ন সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে কনসার্টে অংশ নিতে যাচ্ছে নগরবাউল। এটি হচ্ছে জঙ্গিবাদ বিরোধী কনসার্ট। অন্যান্য ব্যান্ডের শিল্পীদের পাশাপাশি নগরবাউলের জেমসও এতে সংগীত পরিবেশন করবেন।

কনসার্টের উদ্দেশ্য জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করা। এতে প্রধান অতিথি থাকবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। কনসার্ট শুরু হবে বেলা ৩ টায়। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্ট সবার জন্য উন্মুক্ত।

এ জাতীয় আরও খবর