সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুসা বিন শমসেরের গাড়ি জব্দ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের একটি কালো রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করায় গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় মুসার বাড়িতে। দিনভর নাটকীয়তা শেষে ধানমন্ডি থেকে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুয়া দলিল দিয়ে ভোলা থেকে থেকে গাড়িটির রেজিস্ট্রেশন নেয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর