শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে আসছে পাটের পলিথিন ব্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : খুব শিগগির বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের পলিথিন ব্যাগ বা পলিমার ব্যাগ। বর্তমানে বাজারে যেসব পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে সেসবের বিকল্প হিসেবেই খুব শিগ্রই এ পাটের পলিথিন ব্যাগের দেখা মিলবে।
জানা গেছে, পাট পণ্যের অধিক ব্যবহার নিশ্চিত করতে এ ব্যাগ তৈরি করা হবে। পাটের তৈরি এ পলিথিন ব্যাগ বর্তমানে ব্যবহৃত পলিথিন ব্যাগের মতো হলেও তবে এর চেয়ে দেড়গুণ বেশি টেকসই এবং ব্যবহারে স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে। হালকা আর পাতলা এ ব্যাগ ব্যবহার করার পর ফেলে দিলে মাটির সঙ্গে মিশে যাবে। এছাড়া পুড়িয়ে ফেললে ছাইয়ে পরিণত হবে। এতেকরে পরিবেশের দূষণ হবে না।
পাটের তৈরি এই পলিথিন ব্যাগ সরকারিভাবে উৎপাদনের পর বেসরকারিভাবেও উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণে উৎসাহ দেয়া হবে। দেশের চাহিদা পূরণ করার পর বিদেশেও রফতানি করা হবে এই ব্যাগ।
বর্তমানে বাজারে যেসব পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে তা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এ অবস্থায় সারা বিশ্ব এখন এ পলিথিনের বিকল্প খুঁজছে। আর পাটের তৈরি এ পলিথিন ব্যাগ দিয়ে বিশ্ব বাজার ধরার আশা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এ বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বিডি২৪লাইভকে বলেন, পাট থেকে আমরা পরিবেশবান্ধব পলিথিন বানাব। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি হবে এই পরিবেশবান্ধব ব্যাগ। আমাদের পরিকল্পনা আছে, সারা বিশ্বে পাটের পলিমার ব্যাগের বাজার দখল করার। বিশ্বে পাট পলিথিনের একমাত্র জোগানদাতা হবে বাংলাদেশ।
জানা গেছে, প্রথম অবস্থায় সরকারিভাবে পলিথিন ব্যাগের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণার কারণে প্রথম পর্যায়ে এই পলিমারের দামটা একটু বেশী পরলেও বাজারে চাহিদা বেড়ে যাওয়ার পর এবং ব্যাবসায়িক পর্যায়ে এই পলিমারের কারখানা তৈরি হলে দাম কমে আসবে।
এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজাউল কাদের বিডি২৪লাইভকে বলেন, প্রথম অবস্থায় পাট পলিথিন ব্যাগের দামটা একটু বেশি পড়বে। যখন বাজারে চাহিদা বেড়ে যাবে তখন দাম কমে আসবে।
তিনি আরও বলেন, বর্তমানে বাজারে যেসব পলিথিন ব্যাগ পাওয়া যাচ্ছে সেসব ব্যাগের মতই হবে পাটের তৈরি এ পলিথিন ব্যাগ। কিন্তু বর্তমান পলিথিন ব্যাগ আগুনে পোড়ালে আঠা হলেও পাটের তৈরি পলিথিন ব্যাগ আগুনে পুড়ালে হবে ছাঁই।
জানা গেছে, সোনালি আঁশ পাটের পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানারকম পদক্ষেপ গ্রহণ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গত ৬ মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
এছাড়া রাজধানীতে পাঁচদিন ব্যাপি পাট পণ্যের মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৫ দিনে মোট ৩ কোটি ৬৪ লক্ষ ৫৫ হাজার ২০০ শত টাকার বহুমুখী পাটপণ্য বিক্রয় হয় এবং ৪ কোটি ১২ লক্ষ টাকার অর্ডার পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪০ জনকে সম্মাননা

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

এনসিপিকে লোকের ভয় দেখাবেন না: নাহিদ ইসলাম

চায়ের ‘রাজধানীতে’ ভেজাল চা

পিন্টু-লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা আসিফ মাহমুদের

তারেক রহমানের উদ্দেশে যা বললেন সারজিস আলম

উড়োজাহাজে বোমা থাকার খবরটি ভুয়া, বললেন বিমানের জিএম

সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান মির্জা ফখরুল

মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

এই হত্যার ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত সেক্রেটারি

স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা