মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের স্বার্থের বাইরে গিয়ে ভারতের সাথে কোন চুক্তি করা হবে না-ব্রাহ্মণবাড়িয়ায় ওবায়দুল কাদের

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ম্ন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের স্বার্থের বাইরে গিয়ে ভারতের সাথে কোন চুক্তি করা হবে না। দেশের সার্বভৌমত্ব সমুন্নত রেখেই সব চুক্তি সম্পাদিত হবে। সাংাবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল ।নির্বাচনে অংশ নেয়া তাদের রাজনৈতিক অধিকার। তারা গোপনে নির্বাচনের প্রস্তুতি নিলেও তা প্রকাশ করছে না।আশা করি বিএনপি তার ভুলের পূনরাবৃত্তি করবেনা। আজ মঙ্গলবার বিকালে সিলেট যাত্রাকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর ররহমান,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ, জেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং রাজৈনতিক নেতৃবৃন্দ। পরে তিনি সিলেটের উদ্দেশ্য যাত্রা করেন।

 

এ জাতীয় আরও খবর