বাঁহাতি স্পিনার সাকিবের আরো এক অনন্য রেকর্ড
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের সুদীর্ঘ ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে কিংবদন্তী হিসেবে সাকিব আল হাসানও রয়েছেন! কলম্বো টেস্টের দুই ইনিংসে সাকিব নিয়েছেন মোট ছয় উইকেট। যার ফলে দুই ইনিংস মিলিয়ে তার মোট উইকেট এখন ১৭৬টি। বাঁহাতি স্পিনার হিসেবে যা সবচেয়ে বেশি উইকেট নেয়ার তালিকায় সাকিবকে নিয়ে এসেছে পাঁচ নম্বরে।
এই তালিকার এক নম্বর বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ; কলম্বো টেস্টে সাকিবেরই প্রতিপক্ষ ছিলেন তিনি। এই সিরিজেই তিনি ছাড়িয়ে গেছেন এতোদিন এক নম্বরে থাকা ড্যানিয়ে ভেট্টরিকে। হেরাথের মোট উইকেট এখন ৩৭০টি। আর ভেট্টরির শিকার ৩৬২টি।
এদিকে ভেট্টরি দ্বিতীয়তে। তিন নম্বরে আছেন ইংল্যান্ডের ড্যারেক আন্ডারউড। তার শিকার মোট ২৯৭টি। চার নম্বরে থাকা ভারতীয় স্পিনার বিষেন সিং বেদির শিকার ২৬৬টি।