বাঞ্ছারামপুরে সুষ্ঠুভোট করতে যা যা করার প্রয়োজন তাই করবো-নির্বাচন কমিশন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : আগামী ১৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার হতে যাচ্ছে বাঞ্ছারামপুর উপজেলায় ২টি ইউপিতে নির্বাচন। আজ সোমবার বিকেলে বাঞ্ছারামপুরে পূর্বে তফসিল ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
ঐতিহ্যবাহী পরিষদ নির্বাচন নিয়ে মেতে উঠেছে বাঞ্ছারামপুরস্থ দরিয়াদৌলত ও আইয়ূবপুর ইউপি দুটিতে। সে সাথে ব্যস্ততা দেখা গেছে মেম্বার পদপ্রার্থীদের ও। তারা মনোনয়নপত্র জমা দিয়ে এলাকার মুরুব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করছেন।মুরুব্বীরা প্রার্থীদের মাথায় হাত দিয়ে আর্শিবাদ করছেন।
এদিকে, সরকার বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী এই প্রতিবেদককে জানিয়েছেন তাদের আশংকার কথা।
দরিয়াদৌলত ইউপির জনৈক চেয়াম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমাদান শেষে এক প্রতিক্রিয়ায় জানান
বর্তমান সরকারের অধীনে কি নির্বাচন সুষ্ঠু হবে? আমাদের জন্য থানা পুলিশ বা নির্বাচন কমিশন কি এগিয়ে আসবে?
প্রধান নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন জাতীয় নির্বাচন কমিশনার গত সপ্তাহে কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে কি মস্তব্য করেছেন তা বোধ করি সবার জানা থাকা দরকার।তিনি বলেছেন-দেশের মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরিয়ে আনতে আমরা কুমিল্লাসহ বাঞ্ছারামপুৃরের তৃণমূলে ইউপি নির্বাচনকে আমরা অনেকটা চ্যালেন্স হিসেবে গ্রহন করেছি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসব নির্বাচন নিয়ে কথা উঠবে।তাই,আমরা বাঞ্ছারামপুৃরে সুষ্ঠুভোট করতে যা যা করার তাই করবো কোন ধরনের দ্বিধাবোধ করবো না।
আগামী ১৬ এপ্রিল আইয়ুবপুৃও ইউপি থেকে ৩ জন এবং দরিয়াদৌলত ইউনিয়ন থেকে ৭ জন চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন।২৮ মার্চ মনোনয়নয়পত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্ধ হবে ২৯ মার্চ।