নাগরিক সংবর্ধনাকে ঘিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের নাগরিক সংবর্ধনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলমের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন করে শঙ্কার কথা জানিয়েছেন আয়োজকরা। আগামী ২৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা অভিযোগ করে বলেন, সংবর্ধনার দিন কুমিল্লায় যাওয়ার জন্য আওয়ামী লীগ ৩০টি বাস ভাড়া করেছে। এছাড়া অনেক অতিথিকে ফোন করে অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে যে ঝামেলা করতে চাইবে এর দায়ভার তাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন আয়োজকরা। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম প্রমুখ।