দুদকে মামলায় জামিন পেলেন এমপি বদি
নিজস্ব প্রতিবেদক : আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বির্তকিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিনের আদালত এ জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, দুদকের একটি মামলায় আব্দুর রহমান বদি আদালতে আত্মসমর্পণ করলে তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। পরে আদালত শুনানি শেষে অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দেশে জরুরি অবস্থান চলাকালে আওয়ামী লীগের সাংসদ আব্দুর রহমান বদির বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক-২ আবুল কালাম আজাদ।