মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে মার্কিন কূটনীতিক বহিষ্কার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে মার্কিন এক কূটনীতিককে বহিষ্কার করেছে নিউজিল্যান্ড। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।

ওই কূটনীতিকের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ ছিল। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু ওয়াশিংটন ওয়েলিংটনে নিযুক্ত ওই কূটনীতিকের ওপর থেকে কূটনীতিক হিসেবে দায়মুক্তি তুলে নিতে অস্বীকার করায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। পরে তাকে বহিষ্কার করে দেশটি।

অবশ্য, মার্কিন ওই কূটনীতিক কি ধরনের অপরাধ করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, ওই কূটনীতিক ভাঙা নাক ও চোখে আঘাতজনিত কালশিটে দাগ নিয়ে গত সপ্তাহে নিউজিল্যান্ড ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর