নিহত ‘জঙ্গি’ কামাল, ঘর ছেড়েছেন আরো ৭০ জন
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে নাইক্ষ্যংছড়ির ৯ নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ রয়েছেন ৭০ জন। নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আলম বলেন, গত এক মাস আগে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে বলে পরিবারকে জানিয়ে ওই ৭০ জন এলাকা ত্যাগ করেন। তবে তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনো সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
তিনি বলেন, যারা এলাকা ছেড়েছেন তারা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন কিনা সে বিষয়টিও খোজ নেয়া হচ্ছে। জঙ্গি কামালও শহরে চাকরির কথা বলে এলাকা ত্যাগ করেছিলেন। কাজেই বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।
চট্টগ্রামে সীতাকুণ্ডে ছায়ানীড়ের বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে নিহত হয় পাঁচজন। তাদের মধ্যে রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিন। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।
গোয়েন্দারা বলছেন, পার্বত্য এলাকায় জঙ্গিরা একাধিক আস্তানা তৈরি করেছে। এমনকি রোহিঙ্গা জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের সংগঠনে ভেড়ানোর জন্যও গোপনে কাজ চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে এরই মধ্যে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আবু মুসা বলেন, এলাকায় যারা নেই তাদের তালিকা করা হচ্ছে । শহরে তারা কী চাকরি করতে গেছে নাকি জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তা আমরা খতিয়ে দেখছি।