রাশিয়ান মিলিটারি হেলিকপ্টারের যাদু (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক:বাইকে স্টান্ড দেখাতে অনেকেই দেখা যায়! তা এমন কিছু না! তাবলে আস্ত একটা হেলিকপ্টার উড়িয়ে স্টান্ড। ভাবছেন তো কল্পনারও অতীত।! না একেবারেই এমনটা ভাবার কোনও কারণ নেই।
কারণটা রাশিয়ান বিমানসেনা আধিকারিক নিজে হাতে তা খন্ডন করে দিয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে দেখা যাচ্ছে আস্ত একটা মিলিটারি হেলিকপ্টারকে কখনও পিছনে নিয়ে যাচ্ছেন, কখনও সামনে নিয়ে যাচ্ছেন। আবার কখনও গোল গোল করে হেলিকপ্টারের সামনের দিকটা ঝুকিয়ে চক্কর কাটাচ্ছেন পাইলট। এই ভিডিও যে দেখছেন সেই চমকে যাচ্ছেন! যেন যাদুর মতো সব কাজ হচ্ছে।