১৯ দফা দাবিতে মাঠে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ জনসম্পৃক্ত ১৯ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সারা দেশের দলীয় ইউনিটগুলোকে সভা-সমাবেশের মাধ্যমে এসব দাবি আরো জোরালো করতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্র থেকে পাঠানো ১৯ দফা দাবি সংবলিত পোস্টার সর্বত্র লাগানোর কার্যক্রম শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলোতে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের অভ্যন্তরে শক্ত কর্মসূচি দেয়ার চাপ থাকলেও বিএনপি প্রতিটি ইস্যুতে ধীরে ধীরে সামনে এগোতে চাচ্ছে। হঠাৎ কর্মসূচি দিয়ে গুটিয়ে যাওয়ার পক্ষপাতি নয় তারা। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এখন বিএনপির গুরুত্বপূর্ণ দাবি। এ দাবিতে তারা আরো কিছুটা সময় নিয়ে জোরালো আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছে। তবে তার আগে গুরুত্বসহকারে নেয়া হয়েছে জনমত গঠনের বিষয়টি । জানা গেছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে ১৯ দফা দাবিতে আন্দোলন করবে বিএনপি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়াও দাবিগুলোর মধ্যে রয়েছেÑ গুম, খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ এবং এসবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অপহৃত সব নাগরিককে পরিবারের কাছে ফেরত প্রদান, বাকস্বাধীনতা ও সভা-সমাবেশের অধিকারসহ সব রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পাচার, ব্যাংক লুট, শেয়ার কেলেঙ্কারিসহ রাষ্ট্রের টাকা আত্মসাৎ ও পাচারকারীদের গ্রেফতার এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করে দেশে ফিরিয়ে আনা, রাষ্ট্রীয় দুর্নীতির সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা, প্রশাসন আওয়ামীকরণ, আঞ্চলিকীকরণ বন্ধ এবং বিচার বিভাগকে সরকারের প্রভাব মুক্ত করা, শিক্ষার মান ধ্বংস, পরীক্ষায় কৃত্রিম উপায়ে পাসের হার বৃদ্ধি, প্রশ্নপত্র ফাঁস ও সরকারি চাকরিতে নিয়োগে দলীয়করণের ঘৃণ্য অপতৎপরতা বন্ধ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করা, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সুন্দরবন রক্ষার্থে পরিবেশ বিধ্বংসী ও বিতর্কিত কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প অবিলম্বে বন্ধ করা, সার, কীটনাশক ও বীজের দাম কমানো, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য কমানো, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরি নির্ধারণ, সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় উপাসনালয়, ুদ্র নৃগোষ্ঠীর ওপর পরিকল্পিত হামলা বন্ধ, চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো।
এসব দাবি সংবলিত লক্ষাধিক পোস্টার ছাপিয়েছে বিএনপি। রাজধানীসহ সারা দেশে এ পোস্টার লাগানো হচ্ছে।
এর পাশাপাশি ‘বাজারে আগুন, বিপর্যস্ত জনজীবন’ শিরোনামে আরেকটি পোস্টার তৈরি করা হয়েছে। এই পোস্টারে দেখানো হয়েছেÑ বিএনপি সরকারের আমলে নিত্যপণ্য ও সেবাজাতীয় পণ্যের দাম কত ছিল, আর আওয়ামী লীগ সরকারের বর্তমান সময়ে দাম কত বেড়েছে। এতে দামবৃদ্ধির শতকরা হারও দেখানো হয়েছে। ক্যাবের (কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সূত্র উল্লেখ করে বিএনপি হিসাব করে দেখিয়েছে মোটা চালের দাম বিএনপি সরকারের সময়ে ছিল ১৮.২৫ টাকা এখন দাম ৩৫.৪১ টাকা। বেড়েছে ১৫৮.১৬ শতাংশ। আটার দাম বেড়েছে ৭০.৬৬ শতাংশ, ডাল ১২৬.৪১ শতাংশ, ভোজ্যতেল ১২৮ শতাংশ, লবণ ১৫৯.১৮ শতাংশ, চিনি ৩১ শতাংশ, গরুর গোশত ১০৪.২৮ শতাংশ, খাসির গোশত ১৮৭.৯০ শতাংশ, পেঁয়াজ ৯৫ শতাংশ ও গুঁড়া দুধ ৯১.৯৬ শতাংশ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় এ রকম অনেক পণ্যের বর্তমান দাম তুলে ধরার পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি, গণপরিবহন, বাড়ি ভাড়া, ট্রেড লাইসেন্স, সিএনজি অটোরিকশা, জমির খাজনা ও সারের দাম বিএনপি সরকারের চেয়ে অনেকগুণ যে বেড়েছে, তা তুলে ধরা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, জনসম্পৃক্ত এসব ইসু ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে রমজানের পরে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করবেন বেগম খালেদা জিয়া। এর আগে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন।
দলের সিনিয়র এক নেতা জানান, আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি একসাথে নিচ্ছে বিএনপি। নির্বাচনের প্রস্তুতি হিসেবে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থী বাছাইসহ নানা বিষয়ে দলে কাজ চলছে। তবে আন্দোলনের পাশাপাশি আলোচনার দরজাও খোলা থাকবে।