বোমা হামলাকারীর লাশ ঢামেকে, ব্যাগ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বিস্ফোরণে নিহত আত্মঘাতি বোমা হামলাকারীর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে আশকোনা র্যাব ফোর্সের ব্যারাক থেকে লাশটি নিয়ে রওনা হয় বিমানবন্দর থানার একটি পুলিশ ভ্যান।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, লাশ ঢামেক হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, লাশের সঙ্গে একটি ব্যাগ ও অবিস্ফোরিত সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ভেস্টটি নিষ্ক্রিয় করে।
এর আগে দুপুরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহের তদন্ত করে। টিমটি তদন্ত শেষে সন্ধ্যা ৭টা ৩ মিনিটে বের হয়ে যায়। বিডি প্রতিদিন