শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে হামলায় আইএসের দায় স্বীকার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র‌্যাব সদর দফতরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস।

ওই জাঙ্গি গোষ্ঠির সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে, ঢাকায় র‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।

আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

শুক্রবার দুপুর ১টার দিকে র‍্যাবের প্রস্তাবিত সদর দফতর এলাকার দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে এক যুবক। এসময় র‍্যাবের কয়েকজন সদস্য তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই এক পর্যায়ে বোমার বিস্ফোরণ ঘটায় ওই যুবক।

এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। আহত হন র‍্যাবের দুই সদস্য। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর