মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কিম কার্দাশিয়ানের বোনের বাড়িতে চুরি

news-image

 
বিনোদন ডেস্ক : কয়েক মাস আগে প্যারিসের একটি হোটেলে বন্দুকধারীদের হাতে জিম্মি হয়েছিলেন আলোচিত মার্কিন মডেল কিম কার্দাশিয়ান। তখন কিমের প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অলংকার ডাকাতি হয়। এবার কিমের বোন মডেল কেনডাল জেনারের বাড়িতে চুরি হয়েছে। মিরর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

কেনডালের হলিউড হিলসের বাড়িতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে বাড়ি থেকে বের হন ২১ বছর বয়সি কেনডাল। এরপর রাত ৮টা নাগাদ ফিরে আসেন তিনি। রাত ১টা নাগাদ পুলিশে খবর দেন কেনডাল জেনার। তিনি জানান, তার ২ লাখ মার্কিন ডলার মূল্যের অলংকার খুঁজে পাওয়া যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, কেনডাল যখন বাড়ির বাইরে ছিলেন তখনই ঘটনাটি ঘটেছে। তবে জোর করে বাড়িতে অনুপ্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশের ধারণা বাড়ির ভেতর থেকেই কেউ চুরি করতে পারে।

এদিকে কেনডালের বাড়িতে চুরির ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর (বৃহস্পতিবার সকালে) লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর করা হয়েছে কার্দাশিয়ান বোনদের বুটিক ‘ড্যাশ’। ওয়েস্ট লন্ডনে অবস্থিত এই দোকানের মালিক কিম, কোর্টনি এবং খোলে কার্দাশিয়ান।

এ জাতীয় আরও খবর