মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রস্তাবিত র‌্যাব সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ১

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র‌্যাব সদর দফতরে আত্মঘাতী হামলা চালিয়েছে এক হামলাকারী। এতে ওই হামলাকারী নিহত হয়েছেন।

শুক্রবার আনুমানিক বেলা ১টা দিকে এই হামলা হয় বলে র্যারব সূত্র জানিয়েছে। হামলাকারী ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি।

র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, বেলা একটার দিকে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‌্যাব সদর দফতরের সীমানা প্রাচীর পার হয়ে ওই যুবক ভেতরে ঢুকতে গেল সেখানে উপস্থিত র‌্যাবের কয়েকজন সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

মুফতি মাহমুদ খান জানান, এতে ঘটনাস্থলেই হামলাকারী মারা যান। বোমার আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

এ জাতীয় আরও খবর